ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

দ্বিগুণ পণ্য নিয়ে পাকিস্তান থেকে আবারও এলো সেই জাহাজ

প্রকাশিত: ১২:১৭, ২১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১২:২৬, ২১ ডিসেম্বর ২০২৪

দ্বিগুণ পণ্য নিয়ে পাকিস্তান থেকে আবারও এলো সেই জাহাজ

ছবিঃ সংগৃহীত।

কন্টেইনারভর্তি পণ্য নিয়ে আবারও পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসছে পানামার পতাকাবাহী জাহাজ ‘এমভি ইউয়ান শিয়াং ফা ঝাং’।

জাহাজটি ৮২৫ টিইইউ (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনার নিয়ে আগামী শনিবার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটি এর আগে প্রথমবারের মতো সরাসরি করাচি থেকে ৩৭০ টিইইউএস (২০ ফুট সমমানের একক কনটেইনার) কনটেইনার পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল ১১ নভেম্বর। এক মাস ৯ দিনের মাথায় ৮২০ কনটেইনার পণ্য নিয়ে একই জাহাজ পুনরায় করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসছে।

এবারও দেশটি থেকে গার্মেন্ট শিল্পের কাঁচামাল, খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য আনা হচ্ছে। 

এর আগে একই জাহাজে করে আসা ৩৭০ টিইইউএস কনটেইনারে সোডা অ্যাশ, ডলোমাইট চুনাপাথর, ম্যাগনেশিয়াম ভাঙা কাচ, কাঁচামাল, কাপড়, রং, গাড়ির যন্ত্রাংশ, পেঁয়াজ, আলু, খেজুর, জিপসাম, পুরোনো লোহার টুকরা, মার্বেল, কপার ওয়্যার, রেজিন এবং মাদক হুইস্কি, ভদকা ও ওয়াইন ছিল। কিছু পণ্য চট্টগ্রাম বন্দরে খালাস করে এটি ১২ নভেম্বর চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছিল।

ইসরাত

×