ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

টিকটক নিয়ে কলহ: স্ত্রীর আত্মহত্যা, অল্পের জন্য বেঁচে গেলেন স্বামী

প্রকাশিত: ০৮:০১, ২১ ডিসেম্বর ২০২৪

টিকটক নিয়ে কলহ: স্ত্রীর আত্মহত্যা, অল্পের জন্য বেঁচে গেলেন স্বামী

বরগুনার আমতলী উপজেলায় টিকটক নিয়ে পারিবারিক কলহের জেরে জুবেয়ারা জান্নাতি (১৭) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর তার স্বামী ইমন সরদার (১৮) আত্মহত্যার চেষ্টা করলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে আমতলী পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। জুবেয়ারা জান্নাতির বাবা সুমন রশিদী, আর ইমন সরদারের বাবা আল-আমিন সরদার।

কী ঘটেছিল? ঃ পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, আমতলী পৌর এলাকার বাসিন্দা ইমন সরদার প্রেমের সম্পর্কের মাধ্যমে জুবেয়ারা জান্নাতিকে বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই টিকটক ভিডিও বানানো নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।

শুক্রবার এ নিয়ে বিরোধ চরমে পৌঁছায়। জানা যায়, ইমন তার স্ত্রীর টিকটক করার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে তার চুল কেটে দেন এবং বাজার করতে বাইরে যান। কিন্তু ফিরে এসে তিনি দেখতে পান, জান্নাতি ঘরের মধ্যে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

ইমন দ্রুত জান্নাতিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে ইমন বাড়ি ফিরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। তবে স্থানীয়রা তা টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসায় তার প্রাণ রক্ষা হয়।

স্বামীর বক্তব্যঃ গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইমন সরদার বলেন, “আমি শুধু তার চুল কেটেছি এবং তাকে পর্দায় থাকতে বলেছি। এরপর ঘরে বাজার না থাকায় বাজার করতে বের হই। বাড়ি ফিরে দেখি, সে আত্মহত্যা করেছে।”

রাজু

×