ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

চট্টগ্রামে অবিশ্বাস্য দাম! আড়াই’শ গ্রাম গরুর মাংস মাত্র ৯৯ টাকায়!

প্রকাশিত: ০৭:৫১, ২১ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে অবিশ্বাস্য দাম! আড়াই’শ গ্রাম গরুর মাংস মাত্র ৯৯ টাকায়!

একটি ভিন্নধর্মী উদ্যোগ মানুষের মনোযোগ কেড়েছে। চট্টগ্রামের এক উদ্যোক্তা, মোহাম্মদ শাহেদ, সীমিত আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে গরুর মাংস বিক্রি করছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় যখন বাজার অস্থির, তখন তার এই উদ্যোগ সবার মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি মাত্র ৯৯ টাকায় ২৫০ গ্রাম এবং ৬৪০ টাকায় এক কেজি গরুর মাংস সরবরাহ করছেন, যা সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। কম দামে মাংস কিনে ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

উদ্যোক্তা শাহেদ বলেন, “সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছি। বাজারে যে মাংসের সিন্ডিকেট রয়েছে, তা ভেঙে দিতেই এ উদ্যোগ। আমার মূল লক্ষ্য হলো নিম্ন আয়ের মানুষদের জন্য সহজলভ্য করে তোলা।”

এই ব্যতিক্রমী প্রচেষ্টা নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি মানুষকে একটু স্বস্তি দিতে সক্ষম হয়েছে।

রাজু

×