ছবি: প্রতীকী
আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে।শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুরে ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই ব্যক্তির নাম মোঃ রেজাউল করিম। তিনি আশুলিয়া দক্ষিন গাজীরচটের সিনসিন মোড় এলাকার এন আর এন নিটিং এন্ড গার্মেন্টস ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক।
জানা গেছে, এদিন রাতে রেজাউল করিম সিরাজগঞ্জের বেলকুচি থেকে নিজস্ব প্রাইভেটকার যোগে ঢাকার মিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত সাড়ে ৯ টার দিকে কাঠগড়া-টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকার ফোর স্পার্ক পোশাক কারখানা সংলগ্ন এলাকায় পৌঁছলে ডাকাত দলের তিন থেকে ৪ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে।
পরে গাড়ির সামনে ও দুই পাশের গ্লাস ভেঙে আতঙ্ক সৃষ্টি করে রেজাউল করিমের সাথে থাকা ১ লাখ ১৩ হাজার টাকাসহ মূল্যবানসামগ্রী লুট করে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মাসুদ রানা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে একই দিন সন্ধ্যারদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসি এলাকায় চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে।
এম.কে.