ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

খুলনায় ৫৮ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে চেক প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ০০:৪৭, ২১ ডিসেম্বর ২০২৪

খুলনায় ৫৮ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে চেক প্রদান

খুলনায় ৫৮ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে জুলাই গণআন্দোলনে হত্যাকারীদের বিচার করতে না পারা। গত ১৬ বছরে আমরা একটা স্বৈরাচার সিস্টেমকে চালু রাখতে সহযোগিতা করেছি, এ দায় আমাদের সকলের। যে যত বড় পদে আসীন ছিল তত বেশি দায় তার।

শুক্রবার সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে খুলনা বিভাগের ৫৮ শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে দুই কোটি ৯০ লাখ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহাবুবুর রহমান ¯িœগ্ধ।
সারজিস আলম বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে নিজেদের কর্মকা-ের কারণে পুলিশ ইমেজ সংকটে রয়েছে। কেননা তারা অনেকই আগের সরকারের আশীর্বাদ পুষ্ট ছিলেন। সে কারণেই মানুষের বিশ্বাস হারিয়েছে। নিজেদের সুনামের সঙ্গে কাজ করে সেই ইমেজ ফিরিয়ে আনতে হবে। আন্দোলনে যারা রাজপথে প্রাণ দিয়েছেন তাদের হত্যার বিচার করতে হবে। তিনি বলেন, পুলিশ চাইলে সবকিছু করা সম্ভব। তাদের প্রভাব মাঠ পর্যায়ে সবচাইতে বেশি।

বাংলাদেশ সেনাবাহিনী কিছুদিনের জন্য সহযোগিতার জন্য এসেছে, আবার চলে যাবে। পুরো বাংলাদেশে মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ যে ভূমিকা পালন করতে পারে আর কেউ সেটা পারে না। যাদের কাছে প্রত্যাশা সবচেয়ে বেশি তাদের কাছেই চাওয়াগুলো বেশি হয়। আমরা এখনো আপনাদের প্রতি আস্থা হারাইনি। আমরা আস্থাটা রাখতে চাই, পারব কিনা সেটা আপনাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহাবুবুর রহমান ¯িœগ্ধ বলেন, বিভাগে মোট ৭৪টি শহীদ পরিবার রয়েছে বাকিদেরও পর্যায়ক্রমে অনুদান দেওয়া হবে।

শুধু তাই নয় আগামীতে যে কোনো সংকটে তাদের পাশে থাকবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এছাড়া আহতদেরও পাশে থাকবে ফাউন্ডেশন। পরিবারগুলোর যখন যেটা প্রয়োজন হবে তখন সেটি ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. হাসানুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, কেন্দ্রীয় সমন্বয়ক মো. তারিকুল ইসলাম, আশরফা খাতুন ও মো. ওয়াহিদুজ্জামান বক্তৃতা করেন।

×