মামুন-অর রশিদ
ছাত্র-শিক্ষকদের আন্দোলনের মুখে অবশেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে মামুন-অর রশিদকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছিলেন। শুক্রবার সকালে মোবাইল ফোনে তথ্যের সত্যতা নিশ্চিত করে ববি’র আন্দোলনকারী সহযোগী অধ্যাপক জামাল উদ্দিন বলেন, আমাদের একটি দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাই।
সরকার দাবি মেনে নিয়েছে। নতুন কোষাধ্যক্ষের কাছে প্রত্যাশা তিনি ছাত্র-শিক্ষকদের মর্যাদা অক্ষুণœ রাখবেন। নতুন নিয়োগ পাওয়া কোষাধ্যক্ষ মামুন-অর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কবে নাগাদ যোগদান করবেন তা এখনো সিদ্ধান্ত গ্রহণ করেননি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এএসএম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ করা হয়। এর মাধ্যমে গত ২৬ নভেম্বর ববি’র কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামাল খান যোগদান না করেই বিদায় নিলেন।