মহাথের বরণ উৎসবে বক্তব্য রাখছেন করুণাশ্রী থের
রাঙ্গুনিয়ায় বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সচিব ও উপজেলার সৈয়দবাড়ি ধর্ম প্রবর্তন বৌদ্ধ বিহারের বিহারধ্যক্ষ কর্মবীর করুণাশ্রী থেরর দুই দিনব্যাপী ‘মহাথের’র বরণোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো পুণ্যার্থীর ঢল নামে। শুক্রবার অনুষ্ঠানের শেষ দিন সকাল ৮টায় ধর্মীয় কর্মসূচির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। দুপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক রতনশ্রী মহাথের। আশীবার্দক ছিলেন ২৯ তম সংঘনায়ক ড. বনশ্রী মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দ মহাথের। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক উ পঞ্ঞা চক্ক মহাথের। মূখ্য আলোচক ছিলেন সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া। উদ্বোধক ছিলেন মহাথের বরণোৎসব উদ্যাপন পরিষদের উপ-প্রধান পৃষ্ঠপোষক শিল্পী রেখা বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ তরুণ কান্তি বড়ুয়া, বৌদ্ধ ভিক্ষু জ্ঞানানন্দ মহাথের, অভয়ানন্দ মহাথের, ড. প্রিয়দর্শী মহাথের, শাসনরত্ন সুমিত্তানন্দ থের, সংঘানন্দ মহাথের, বরণোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সুমেধানন্দ মহাথের ও সাধারণ সম্পাদক অশোক তালুকদার।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের পালি ও অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের প্রফেসর একুশ পদকপ্রাপ্ত ড. সুকোমল বড়ুয়া। সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি প্রিয়ানন্দ মহাথের। উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির সভাপতি চিন্ময় বড়ুয়া রিন্টু। আশীর্বাদক ছিলেন বৌদ্ধ ভিক্ষু ড. জ্ঞানশ্রী মহাথের।