ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন

নিজস্ব সংবাদদাতা, মোরেলগঞ্জ (বাগেরহাট)

প্রকাশিত: ১৮:১৫, ২০ ডিসেম্বর ২০২৪

মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন

বাগেরহাটের মোরেলগঞ্জে আরাফাত রহমান কোকো ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১২টায় কুহারদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  আয়োজিত আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে এ ১৬ দলীয় ক্রিকেট খেলার শান্তির প্রতিক পায়রা উঠিয়ে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপি নেতা মোরেলগঞ্জ-শরণখোলা আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
   
ক্রিকেট টুর্নামেন্ট উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার মোল্লা, বিএনপি নেতা এফ এম শামীম আহসান, মতিয়ার রহমান বাচ্চু, খম. বদিউজ্জমান বদি, আসাদুজ্জামান মিলন, ফকির রাসেল আল ইসলাম, কৃষক দল নেতা মশিউর রহমান শফিক, মহিলা দল নেত্রী ফেরদৌসি, বলইবুনিয়া বিএনপি নেতা লুৎফর রহমান ফকির প্রমুখ।  খেলার প্রথমদিনে ছোলমবাড়িয়া একাদশ ক্রিকেট দল ও বকুলতলা ক্রীড়া একাদশ অংশ গ্রহন করেন।

মোহাম্মদ আলী

×