ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

গুপ্ত হত্যাকারীদের আটকের দাবি বৈষম্যবিরোধী ছাত্রদের

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

প্রকাশিত: ১৭:৫৭, ২০ ডিসেম্বর ২০২৪

গুপ্ত হত্যাকারীদের আটকের দাবি বৈষম্যবিরোধী ছাত্রদের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ সভার


বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের গুপ্ত হত্যা, ফ্যাসিস্টদের পূর্ণবাসনের অপচেষ্টা, ভারতীয় আগ্রাসন বন্ধ, গত ১৫ বছর গুম, খুনিদের আটকের ব্যর্থতার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুক্রবার বেলা ৩টায় থানার মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক রিজোয়ান সিদ্দীক। পটিয়ার ছাত্র নেতা সাকিব, গাজী জোবায়ের, মাহবুব উল্লাহসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  সভায় ছাত্র নেতারা অবিলম্বে গুপ্ত হত্যা বন্ধে সরকার ও আইন-শৃংখলা বাহিনীকে কার্যকর ভূমিকা রাখার আহবান জানানো হয়। 

ছাত্র নেতারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে গিয়ে এখন মেধাবী ছাত্রদের গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। এর আগেও তারা বিগত ১৫ বছর দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যদের বিডিআর বিদ্রোহের নামে হত্যা করে।

২০১৩ সালে শাপলা চত্ত্বরে হেফাজতের সমাবেশে গনহত্যা চালায়। এই ফ্যাসিস্টরা এদেশকে ভালবাসেনা।  আজ দেশ থেকে পালিয়ে আবারও তাদের নেত্রী গুপ্ত হত্যার নির্দেশ দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার পাঁয়তার করছে। আইন-শৃংখলা বাহিনী , তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিগত ফ্যাসিস্টদের রক্ষা করার জন্য রাজনৈতিক ও ছাত্রনেতাদের গোপন স্থান থেকে আটক করার জন্য নিজেদের সর্বশক্তি ব্যয় করেছে। আর তারা ফ্যাসিস্টদের নাকি কোন হদিস পাচ্ছেনা। অথচ পটিয়াসহ সারা দেশে ফ্যাসিস্টদের দোসর হোমরা চোমরারা প্রকাশ্যে ছাত্র নেতাদের হুমকি ধমকি দিয়ে চলেছে।

ছাত্রনেতারা সরকারকে অবিলম্বে বিগত সরকারের আমলে সংঘটিত হত্যাকান্ডের বিচার শুরু করার আল্টিমেটাম দেন। অন্যথায় ছাত্ররা আবারো রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।
 

রিয়াদ

×