হবিগঞ্জ জেলার মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে ১০০ কেজি গাঁজাসহ ৭ জন গ্রেফতার হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মোর্শেদ (২৮), মোঃ লোকমান (৩৪), সুশিল চন্দ্র দাস (৪০), মোঃ কাইয়ুম শেখ (২২), মোঃ উজ্জল হোসেন (২৬), মোঃ ইমরান হোসেন (১৯), মোঃ ফিরোজ (১৯)। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল এসব তথ্য দেন।
এর আগে ১৯ ডিসেম্বর র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জের ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার মাধবপুরের চেঙ্গারবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ৭জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। আলামতসহ আসামীদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মোহাম্মদ আলী