ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

কুমিল্লায় জুবায়ের পন্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ১৭:০০, ২০ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় জুবায়ের পন্থীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

তাবলিগ জামাতে হামলা ও হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচরে মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে জুবায়ের পন্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরের দিকে কিছু সময় জুবায়েরপন্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। কুমিল্লার উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মুফতী শামছুল ইসলাম জিলানী, মাওলানা মফিজুল ইসলাম, মুফতি আমজাদ হোসাইন প্রমুখ। সমাবেশ থেকে তারা দাবি জানান, রাতের অন্ধকারে সাদ পন্থী যারা নিরীহ তাবলীগের জামাতের সাথীদের উপর হামলা চালিয়ে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি নিশ্চিত করতে হবে। কুমিল্লা জেলার সকল মসজিদ থেকে সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যে ধারায় সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে,  তেমনি তাদেরকেও নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে হবে। এ সময় মহাসড়কের দুপাশে যানজট সৃষ্টি হয়। আটকা পড়ে বেশ কিছু পণ্য ও যাত্রীবাহী যানবাহন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম বলেন, অবরোধের ফলে মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে দিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

মোহাম্মদ আলী

×