ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

তাহেরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সৈয়দপুর

প্রকাশিত: ১৬:৫৮, ২০ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৭:১৫, ২০ ডিসেম্বর ২০২৪

তাহেরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ছবিঃ সংগৃহীত।

বিশিষ্ট ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

শুক্রবার (২০ডিসেম্বর) বাদ জুম্মা শহরের  শহীদ ডাঃ জিকরুল হক সড়কস্থ সৈয়দপুর প্রেসক্লাব এর সামনে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সৈয়দপুর উপজেলা ও পৌরশাখার উদ্যগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


আহলে সুন্নাত ওয়াল জামায়াত নীলফামারী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজহার সুলতান রিজভীর সভাপতিত্বে ও খলিফা সৈয়দ আসিফ আশরাফির সঞ্চালনায় বক্তারা বলেন,  আল্লামা গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে যে মামলা হয়েছে তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক । এ মিথ্যা মামলা দিয়ে সুন্নি জনতাকে দমিয়ে রাখা যাবে না। আল্লামা তাহেরীর বিরুদ্ধে দায়ের করা মামলা  রবিবারের মধ্যে প্রত্যাহার করতে হবে।

 মুফতি হামিদ জামাল বলেন, এ মিথ্যা  মামলা প্রত্যাহার না হলে  আহলে সুন্নাত ওয়াল জামাত  কঠোর কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি  এই মামলা বিষয়ে অন্তবতি সরকারের কাছে নিরেপক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি।  এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা সাজ্জাদ আশরাফি মাওলানা, মোহাম্মদ আলী আশরাফি,খালিদ আজম আশরাফি,নাদিম আশরাফি,শেখ শামসুদ্দিন সাম্মু আশরাফি, হায়দার আলী হায়দার এমাদি, ইরফান আশরাফি, সৈয়দ আব্দুল্লাহ বাখশী, শেখ কুতুবউদ্দিন, শাহিদ কাদেরী, তাওহীদ আহমেদ আশরাফি, সৈয়দ মুরাদ আশরাফি প্রমুখ। 


উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর উসকানিতে গত শুক্রবার পুলিশের ওপর হামলার অভিযোগে মাওলানা তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে আখাউড়ায় একটি মামলা করে পুলিশ।

রিয়াদ

×