ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

বিশ্ব ইজতেমা ময়দানে উগ্রবাদী সন্ত্রাসী বাহিনী সাদ গ্রুপ কর্তৃক হামলা ও প্রতিবাদে সভা

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৬:৫৫, ২০ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৬:৫৬, ২০ ডিসেম্বর ২০২৪

বিশ্ব ইজতেমা ময়দানে  উগ্রবাদী সন্ত্রাসী বাহিনী সাদ গ্রুপ কর্তৃক হামলা ও প্রতিবাদে সভা

টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে গভীর রাতে উগ্রবাদী সন্ত্রাসী বাহিনী সাদ গ্রুপ কর্তৃক হামলা-হত্যাকান্ডের সাথে জড়িত ও হুকুমদাতাদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় শহীদ হাসান চত্বর মুক্ত মঞ্চে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সুরা সদস্য আব্দুর গফুরের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডা.আইনুল হক, হাজী মোজাম্মেল হক, মুফতি কাশেমী প্রমুখ। বক্তরা বলেন, সাদপ›হী সন্ত্রাসী দ্বারা তাবলীগের ৪ জন ভাইকে  হত্যা করা হয়েছে এবং অসংখ্য সাথী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এর বিচার করতে হবে। অন্যথায় বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। পরে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়।

মোহাম্মদ আলী

×