ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৬:৩৩, ২০ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

বাগেরহাটে দুই ট্রাকের সংঘর্ষে শামীম সরদার নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গোডাউন আমতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একটি ট্রাকের চালক শামীম সরদার নিহত হন। অপর ট্রাকের চালককে গুরুত্বর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল হাসপাতলে ভর্তি করা হয়েছে। নি'হত ট্রাক চালক শামীম সরদার মোড়েলগঞ্জ উপজেলার সিআরসি এলাকার রুস্তম সরদারের ছেলে।
বাগেরহাট মডেল   থানার ওসি সাইদুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। ট্রাক দুটিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোহাম্মদ আলী

×