ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

নাটোরের নলডাঙ্গার হালতি বিলে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিক্মা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, নাটোর।

প্রকাশিত: ১৬:৩২, ২০ ডিসেম্বর ২০২৪

নাটোরের নলডাঙ্গার হালতি বিলে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিক্মা ছিনতাই

হালতি বিলে লাশ দেখতে মানুষের ভিড়

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে আনারুল ইসলাম(৪৫) নামের এক অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিক্মা ছিনতাই করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার সকালে উপজেলার হালতি বিলের হালতি এলাকায় মাধনগর -খোলাবাড়িয়া সড়কের পাশে ঝোঁপ জঙ্গল থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আনারুল ইসলাম নাটোর সদর উপজেলার পার হালসা গ্রামের আব্দুর শুকুর আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোচালক।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার হালতি বিলের হালতি এলাকার মাধনগর- খোলাবাড়িয়া সড়কের পাশে ঝোঁপ জঙ্গলে ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে। প্রথমে অটোচালকের পরিচয় না পেলেও পরে প্রযুক্তির মাধ্যমে লাশের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় নিশ্চিত করে পুলিশ।পরে পরিবারে খবর দিলে পরিবারের লোকজন এসে পরিচয় শনাক্ত করেন।

নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহান জানান, বৃস্পতিবার সকালে অটোরিক্মা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল। ধারনা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে অটোরিক্মা ছিনতাই করে লাশ হালতি বিলে ফেলে যায় দুবৃর্ত্তরা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

সাইদ

×