ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

ফ্যাসিবাদ সতের বছর দেশে লুটের রাজত্ব চালিয়েছে: ডা: শফিকুর রহমান

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ২০ ডিসেম্বর ২০২৪

ফ্যাসিবাদ সতের বছর দেশে লুটের রাজত্ব চালিয়েছে: ডা: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর, আমীর, ডা: শফিকুর রহমান।

বাংলাদেশে সতের বছর ফ্যাশীবাদরা লুটের রাজত্ব চালিয়েছে। অর্থনীতিকে ধ্বংস করেছে। স্বৈরাচার পালিয়েছে কিন্তু তাদের পেতাত্তারা এখন ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর, আমীর, ডা: শফিকুর রহমান।

আজ (২০ ডিসেম্বর) শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন, তিনি আর ও বলেন, স্বৈরাচার এখন ও বাংলাদেশে অস্তিত্বিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের অর্থ বিদেশে পার্চার করে দেশকে পুঙ্গ করেছে ।

দেশটাকে কবরস্থানে পরিণত করেছিলো হাসিনা। দেশের মানুষের কথা বলার অধিকার কেরে নিয়েছিলো। আমাদের জামায়েতের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। আমাদের উপর সতের বছর ফাঁসিবাদীরা জুলাম চালিয়েছে যা ভাষায় প্রকাশ মতো না। আমাদের নিজেদের অফিসে আমরা যেতে পারিনি। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে।

দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই স্বাধীনতা রক্ষা করতে হবে।  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি, মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও আমির, ঢাকা জেলা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাওলানা দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায়, কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পরিচালক,ঢাকা দক্ষিণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নুরুল ইসলাম বুলবুল,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য,বাংলাদেশ জামায়াতে ইসলামী, মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ।

আর কে

×