সিরাজগঞ্জের আওয়ামী লীগ নেতা সেলিম রেজা
সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতা সেলিম রেজাকে মারধর করে পায়ের রগ কেটে দিয়েছেন দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে সায়দাবাদ পুনর্বাসন এলাকায় এই ঘটনা ঘটে। আহত সেলিম রেজা সায়দাবাদ উপজেলার ১০ নম্বর ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
এবং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। আহতের ছেলে আব্দুল জলিল অভিযোগ করেন, সকাল ৭ টার দিকে ৩০ থেকে ৩৫ জন বিএনপি নেতা কর্মী বাড়ির সামনে থেকে সেলিমকে অটো ভ্যানে করে তুলে নিয়ে যায়।
মারধরের পর তার দুই পায়ের রগ কেটে পূর্ব তারা স্কুলের সামনে ফেলে রেখে যায়। অবচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতাল এবং পরে ঢাকায় পাঠানো হয় এই ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশ।
আর কে