ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

৫৩ বছরে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হতে পারেনি : আবুল কাশেম ফজলুল হক

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১২:০৩, ২০ ডিসেম্বর ২০২৪

৫৩ বছরে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হতে পারেনি  : আবুল কাশেম ফজলুল হক

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, "১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও, বাঙালি জাতির মুক্তির সংগ্রাম শেষ হয়নি। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯’র গণঅভ্যুত্থান, সবই ছিল এক দীর্ঘ সংগ্রামের অংশ, যেখানে মুক্তিকামী জনতা বারবার প্রতিবাদে নামেছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র ও জাতীয়তাবাদের চূড়ান্ত ফল। তবে ৫৩ বছর পরেও, দেশে-বিদেশে এবং বিভিন্ন রাজনৈতিক দলের ষড়যন্ত্র ও কুটকৌশলের কারণে বাংলাদেশ এখনও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারেনি।"

মুক্তিযুদ্ধের আসল প্রেরণা ছিল দেশপ্রেম, কিন্তু স্বাধীনতার পর কিছু মহল ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে অপতৎপরতা চালিয়েছে। এই কারণেই দেশটি উন্নতির পথে এগোতে পারেনি।"

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক তার বক্তব্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং স্বাধীনতার পরবর্তী সংকটগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি এও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সঠিক নেতৃত্বের প্রয়োজন।

জাফরান

×