ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

৩০০ফিট রাস্তায় এক বুয়েট শিক্ষার্থী নিহত

মেডিকেল রিপোর্টার

প্রকাশিত: ১১:১৫, ২০ ডিসেম্বর ২০২৪

৩০০ফিট রাস্তায়  এক বুয়েট শিক্ষার্থী নিহত

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের রুপগঞ্জ ৩০০ফিট রাস্তায় প্রাইভেটকার ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুনতাসির মাসুদ (২২) নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় বুয়েটের আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সারে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের তিনজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মাসুদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় আহত হয় আহসান উল্লাহ হলের অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১)। তারা তিনজনই বুয়েটের সিএসই বিভাগের ২য় বিভাগের শিক্ষার্থী।

মৃত মাসুদের সহপাঠি ফাইয়াজ জানান, মাসুদের বাসা কলাবাগান। অমিত ও মেহেদী হাসান বুয়েট আহসানউল্লাহ হলে থাকেন। তারা তিনজনই সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। গতরাতে ৩ জন একটি মোটরসাইককেলে ঢাকার অদূরে ৩০০ফিট এলাকায় ঘুরতে যান। সেখানে একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ৩ জনই গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদেরকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আহতদেরকে সেখান থেকে ঢাকা মেডিকেলে, পরে আবার বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

এদিকে, রূপগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) রিয়াদুল ইসলাম জানান, ৩০০ ফিট রাস্তায় একটি মোটরসাইকেলে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়৷ এতে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হন। তার মরদেহ কুর্মিটোলা হাসপাতালে আছে। আরও দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাইভেটকার জব্দ ও চালক আটক আছে।

জাফরান

×