ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

জেলে নিয়মিত নামাজ ও কোরআন শরীফ পড়েন ব্যারিস্টার সুমন

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১০:৩৭, ২০ ডিসেম্বর ২০২৪

জেলে নিয়মিত নামাজ ও কোরআন শরীফ পড়েন ব্যারিস্টার সুমন

ছবিঃ সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সম্প্রতি কাশিমপুর কারাগার থেকে তার মা, বোন, ভাই ও বোনজামাইকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি জানান তিনি  এখন নিয়মিত নামাজ  ও কুরাআন শরীফ পড়েন ।

তিনি আরও উল্লেখ করেন,  আমি আপনাকে সারা জিবন অনেক ষ্ট দিয়েছি। এই ৪৫ বছরেও  এসেও আমার পরিবারের বাসা ভাড়া দিতে হয় আপনাকে।  

চিঠিতে তিনি তার পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্য দোয়া করেছেন এবং শিগগিরই তাদের সঙ্গে দেখা করার আশা ব্যক্ত করেছেন।

ব্যারিস্টার সুমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গ্রেপ্তার হয়ে কাশিমপুর কারাগারে আছেন।

জাফরান

×