ছবিঃ সংগৃহীত
বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার প্রধান আসামী পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম আহমেদ হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা আমির হোসেন নূরকে গত বুধবার র্যাব গ্রেফতার করেছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর, সংসদ নির্বাচনের দিন বালাগঞ্জের একটি বিদ্যালয়ে ভোটগ্রহণের সময় ব্যালট বাক্স ছিনতাইকে কেন্দ্র করে গোলাগুলি হয়, যার ফলে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমেদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে আমির হোসেন নূরের বিরুদ্ধে মামলা দায়ের করে। বুধবার র্যাব তাকে গ্রেফতার করে এবং আদালতে তোলার সময় আওয়ামী লীগ নেতা গণপিটুনির শিকার হন। এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তি যেন শাস্তি পায়, সে জন্য তারা সরকারের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
জাফরান