সেমিনার
নদী খালের বরিশালের মানচিত্রে ক্রমশই ছোট হয়ে আসছে জলাশয়। গত ১০ বছরে কমপক্ষে শতাধিক পুকুর, খাল, বিল জলাশয় ভরাট ও দখল হয়েছে। পরিবেশ বিপর্যয়ে উদ্বেগ জানিয়েছে বরিশালের সমস্ত পরিবেশবাদী সংগঠন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি- বেলার আয়োজনে বরিশালের বিডিএস মিলনায়তনে হয় জলাশয়ের দুরবস্থা ও সংরক্ষণে করনীয় শীর্ষক আলোচনা সভা। এ সময় বক্তারা বরিশালের পরিবেশ বিপর্যয়ের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
পরিবেশবাদী সংগঠক শুভঙ্কর চক্রবর্তী বলেন, ‘বরিশাল শহরের ঐতিহ্যবাহী জেল খাল দিনের পর দিন ভরাট, দখল, দূষণ হচ্ছে প্রশাসনের চোখের সামনেই।’
উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ অভিযোগ করেন, ‘দুই যুগের ব্যবধানে শহরের মধ্যে থাকা ৪৬টি খালের মধ্যে এখন নামে মাত্র টিকে আছে ৩ থেকে ৪টি। তাছাড়া কেবল খালই নয়, পুকুর জলাশয়ও ভরাট, দখলে হারিয়েছে বরিশালের চিরচেনা পরিবেশের ধারা। আইনের বাস্তবায়ন না হওয়া শুভ লক্ষণ নয়।’
বেলার নেট মেম্বার রণজিৎ দত্ত জানান, বছরের পর বছর ধরে বরিশালের পরিবেশ রক্ষার আন্দোলন চালিয়ে আসছেন, কিন্তু কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না। জলাশয় রক্ষার আইন প্রয়োগ না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বেলার বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বাইন অভিযোগ করেন, বরিশাল শহরের খালগুলো প্রশাসনের নীরবতায় দখল হয়ে গেছে। ব্যক্তি তো বটেই, সরকারি পুকুরও ভরাট হয়ে যাচ্ছে। কিন্তু নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা শক্তিশালী কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
সভায় অংশ নিয়ে পরিবেশ অধিদফতরের উপপরিচালক কাজী সাঈফুদ্দীন দাবি করেন, তাদের লোকবল সংকট রয়েছে। তাছাড়া ব্যক্তি মালিকানা পুকুর ভরাট বিধিমালায় অনেক সময়ই পুকুর রক্ষা করতে পারেন না তারা।
তবে অভিযোগ পেলে কার্যকরী পদক্ষেপ নেন জানিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হবার আহ্বান জানান তিনি। একই বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজং। তিনি বলেন, ‘পরিবেশ রক্ষা করতে না পারলে আমাদের সবার জন্য ভয়ংকর পরিস্থিতি বয়ে আনবে।’
সেমিনারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান মাস্টার প্ল্যানে ৪৬টি খালের নাম থাকলেও সব খাল নেই। রাতের আঁধারে ব্যক্তি মালিকানাধীন পুকুর ভরাট করে ফেলে, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে সিটি করপোরেশন থেকে ৯০০ কোটি টাকার খাল রক্ষার প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি পাস হলে বাংলার ভেনিসে রূপ পাবে বরিশাল। সভায় বরিশালের বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।
শহীদ