ছিনতাইকারীরা ভ্যান থেকে ২০ বস্তা চাল ছিনিয়ে নেয়।
স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে ভিজিডির চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে যশোরের শার্শা উপজেলায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতার নাম রাকিবুল ইসলাম রিপন। অন্য অভিযুক্তরা হলেন- মাসুদ, রনি, ফারুক হোসেন, তৌহিদ হোসেন ও উজ্জ্বল হোসেনসহ আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন থেকে ভিজিডি’র চাল নিয়ে বাড়ি ফিরছিলেন তাসলিমা বেগম, হাজিরা বেগম, আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরো কয়েকজন অসহায় নারী।
তারা চাল নিয়ে ভ্যানযোগে বাড়ির উদ্দেশে রওনা হলে ছিনতাইকারী দলের সদস্যরা তাদের মারপিট করে ভ্যান থেকে ২০ বস্তা চাল ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীরা বলেন, আমরা গরিব তাই সরকার থেকে কার্ডের মাধ্যমে আমাদের জন্য ভিজিডির চাল দেওয়া হয়। বৃহস্পতিবার চাল নিয়ে যাওয়ার সময় আমাদের হুমকি দিয়ে সব চাল ছিনতাই করে নেয়। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
ছিনতাইয়ের এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে শার্শা থানায় এক নারী বাদী হয়ে মামলা করেছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, চাল ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ১৫ বস্তা চাল উদ্ধার করেছে।
রিয়াদ