ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

রাজধানীতে ৩ মোবাইল ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ০৫:০৯, ২০ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে ৩ মোবাইল ছিনতাইকারী গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ ও গুলিস্তানে অভিযান চালিয়ে মোবাইল ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন তানভীর হোসেন (২৩), আশরাফুল ইসলাম (১৭) এবং রায়হান সরদার (২৯)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) লালবাগের শহীদ নগর এবং গুলিস্তান এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

লালবাগ থানার তথ্য অনুযায়ী, ১৭ ডিসেম্বর শহীদ নগর এলাকায় আশাদ বেপারী নামের এক ব্যক্তির মোবাইল ফোন ছিনিয়ে নেয় কয়েকজন ছিনতাইকারী। এ ঘটনায় ভুক্তভোগী ১৮ ডিসেম্বর লালবাগ থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করে পুলিশ। বৃহস্পতিবার শহীদ নগরে অভিযান চালিয়ে তানভীর এবং আশরাফুলকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গুলিস্তানে অভিযান চালিয়ে রায়হান সরদারকে আটক করা হয়।

গ্রেফতারের সময় রায়হানের কাছ থেকে বাদীর ছিনতাইকৃত মোবাইল ফোন ছাড়াও আরও নয়টি ফোন উদ্ধার করা হয়, যেগুলোর কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

লালবাগ থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা একটি পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন ছিনতাই করে রায়হানের মাধ্যমে বাজারে বিক্রি করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এম.কে.

×