ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

উপজেলা প্রেসক্লাব পরির্দশনে জেলা প্রশাসক

নিজস্ব সংবাদদাতা, শিবালয়,মানিকগঞ্জ

প্রকাশিত: ০৫:০৮, ২০ ডিসেম্বর ২০২৪

উপজেলা প্রেসক্লাব পরির্দশনে জেলা প্রশাসক

উপজেলা প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক

শিবালয় উপজেলা প্রেসক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বৃহস্পতিবার সন্ধায় উপজেলা প্রেসক্লাব সন্মেলন কক্ষে তিনি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সাথে মিলিত হন।


সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) এসএম ফয়েজ উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম. আল-মামুন উপস্থিত ছিলেন।  


শিবালয় উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় মানিকগঞ্জ প্রেসক্লাব আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহনুর ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 
জেলা প্রশাসক বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। সঠিক ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করবেন। সংবাদ হবে দেশ ও জাতির কল্যাণে। সকল শ্রেণীর মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। দেশের জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে।

 
তিনি স্থানীয় সাংবাদিকদের ঐক্যের বিষয়ে ভুয়সী প্রসংশা করে বলেন-আপনাদের ঐক্য ধরে রাখতে হবে। প্রেসক্লাব তথা আপনাদের কল্যাণে প্রশাসন পাশে থাকবে।   
মত বিনিময় সভা শেষে রাতে তিনি উপজেলার তেওতা জমিদার বাড়ি আঙ্গিনায় অনুষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করনে। যার মুল প্রতিপাদ্য ছিলো- ঐ ধুূকেতু আর উল্কাতে চায় সৃষ্টি টাকে উল্টাতে”।

বিজয়ের মাসে নাচ-গান ও আবৃতি দিয়ে সাজানো অনুষ্ঠানে আগত সকল দর্শকরা মুগদ্ধ হন। 

রিয়াদ

×