ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

উপদেষ্টা মাহফুজ আলমের নামে প্রতারণা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক

প্রকাশিত: ০৪:৫৫, ২০ ডিসেম্বর ২০২৪

উপদেষ্টা মাহফুজ আলমের নামে প্রতারণা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক

ছবি: সংগৃহীত

ফরিদগঞ্জে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ঝুটন মিয়া ওরফে জারা রহমান নামে এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ঝুটন মিয়া (৩৯), ওরফে জারা রহমান, ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিষকাঁটালি গ্রামের বাচ্চু বেপারীর সন্তান। সে তার তিন-চারজন সহযোগী নিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা ও চাঁদাবাজি করত।

বিভিন্ন সময় নিজেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, জেলা প্রশাসক ও ইউএনও-র ঘনিষ্ঠ লোক পরিচয় দিত। এমনকি হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে কথোপকথনের মিথ্যা ছবি দেখিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করত।

গত ৫ ডিসেম্বর ঝুটন মিয়া বিষকাঁটালি গ্রামের বোরহান মিজির বাড়িতে গিয়ে নিজের পরিচয় ও প্রভাব দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করে। তার কথায় সন্দেহ হলে বোরহান মিজি তাৎক্ষণিকভাবে বিশ হাজার টাকা প্রদান করেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি ফরিদগঞ্জ থানায় মামলা করেন।

থানা পুলিশ মামলাটি গ্রহণ করে ঝুটন মিয়াকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এর আগেও ডাকাতিসহ আরও পাঁচটি মামলা রয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, ঝুটন মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করে আসছিল। আটককৃতকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এম.কে.

×