সিন্ডিকেটমুক্ত করার ঘোষণায় পোল্ট্রি খামারিদের
পোল্ট্রি শিল্পের অস্থিরতা নিরসনে এবং বাজারে মাংস ও ডিমের দাম কমাতে এ শিল্পে বিদ্যমান সিন্ডিকেটমুক্ত করার দাবি জানিয়েছেন প্রান্তিক খামারিরা। সেই সঙ্গে পোল্ট্রি ফিডের দাম কমানোসহ চার দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। দাবি মানা না হলে আগামী ১ জানুয়ারি থেকে সব পোল্ট্রি খামার বন্ধ করার ঘোষণা দেন তারা।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশন আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন সংগঠণের নেতৃবৃন্দ। সভায় সংগঠনের গাজীপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। প্রান্তিক খামারি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুল ইসলাম মল্লিক। সংগঠনের সহসভাপতি শাহিনুর ইসলামসহ প্রান্তিক খামারিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রান্তিক খামারিরা চার দফা দাবি পেশ করেন। এ দাবিগুলো হচ্ছে, ব্রয়লার মুরগির খাদ্যের ৫০ কেজির বস্তার দাম ২০০০ থেকে ২১০০ টাকার মধ্যে এবং লেয়ার সোনালি মুরগির খাদ্যের দাম ১৭০০ থেকে ১৮০০ টাকার মধ্যে আনতে হবে এবং খাবারের মান উন্নত করতে হবে, সব মুরগির বাচ্চার দাম ২০ থেকে ২৫ টাকার মধ্যে আনতে হবে, খাদ্য ও বাচ্চা উৎপাদনকারী করপোরেট কোম্পানির রেডি মুরগি ও ডিম উৎপাদন বন্ধ করতে হবে, প্রতি উপজেলায় ৩০০ জন ব্রয়লার, লেয়ার ও সোনালিসহ সব মুরগির খামারিকে কমপক্ষে তিন লাখ টাকার সহজশর্তে স্বল্প সুদে ব্যাংক ঋণ দিতে হবে। পরে সিরাজ উদ্দিনকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট সংগঠনের গাজীপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। আগামী এক মাসের মধ্যে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।