ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

যাতায়াত করবে খুলনা ও বেনাপোল থেকে

পদ্মা সেতু হয়ে নতুন ট্রেন চলবে ২৪ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ২৩:২৩, ১৯ ডিসেম্বর ২০২৪

পদ্মা সেতু হয়ে নতুন ট্রেন চলবে ২৪ ডিসেম্বর

পদ্মা সেতু হয়ে নতুন ট্রেন

অবশেষে সেই একটি ট্রেন দিয়েই যশোর ও খুলনাবাসীকে সন্তুষ্ট করতে যাচ্ছে রেল মন্ত্রণালয়। আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় এই ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এই পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে খুলনা থেকে (খুলনা-ঢাকা-খুলনা) এবং রূপসী বাংলা এক্সপ্রেস নামে বেনাপোল থেকে যাতায়াত করবে। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা সেতু নিয়ে দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখে আসছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হওয়ার পর গত ২৪ নভেম্বর পদ্মা সেতু দিয়ে নড়াইল হয়ে ট্রায়াল ট্রেন খুলনায় পৌঁছায়। ফলে যশোর ও খুলনা রুটে নড়াইল-পদ্মা সেতু হয়ে ঢাকায় রেল যোগাযোগ শুরু হওয়া ছিল সময়ের অপেক্ষা মাত্রা।

নতুন এই রুটে ট্রেন চলাচল শুরু হলে রেলপথে যশোর থেকে ঢাকার দূরত্ব কমবে ১৯৩ কিলোমিটার। ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ব্রডগেজ রেললাইন দিয়ে ছুটবে ট্রেন। কিন্তু সংকট দেখা দেয় রেল কোচ নিয়ে। বগি সংকটের কারণে এই রুটে নতুন ট্রেন চালু করতে বিলম্ব হচ্ছিল। অবশেষে একটি ট্রেন দিয়েই আপাতত এই রুট চালু করতে যাচ্ছে মন্ত্রণালয়।
বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত পত্র অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর থেকে খুলনা ও যশোর রুটে নড়াইল-পদ্মা সেতু হয়ে রেল চলাচল শুরু হবে। ট্রেন সিডিউল অনুযায়ী, সকাল ৬টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছবে। বেলা পৌনে ১১টায় ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস নামে বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে।

যশোর জংশন হয়ে দুপুর আড়াইটায় বেনাপোলে পৌঁছবে। রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল সাড়ে ৩টায় বেনাপোল থেকে যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছবে। এরপর ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছবে।

রূপসী বাংলা এক্সপ্রেস যাত্রাবিরতি করবে (আপ ও ডাউন) যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশনে এবং  জাহানাবাদ এক্সপ্রেস যাত্রাবিরতি করবে নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে। ট্রেন বন্ধ থাকবে সোমবার। ট্রেনে আসন সংখ্যা ৭৬৮টি। সিডিউল অনুযায়ী, ঢাকা থেকে বেনাপোলে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে পৌনে ৪ ঘণ্টা। 
সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, যশোর থেকে বর্তমানে তিনটি আন্তঃনগর ট্রেন ঢাকায় যাতায়াত করছে। এর মধ্যে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস যশোর থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-রাজবাড়ী-ভাঙ্গা হয়ে ঢাকায় যাতায়াত করছে। আর খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী হয়ে যমুনা সেতু দিয়ে ঢাকায় যাতায়াত করছে।

এই ট্রেনগুলোর রুট পরিবর্তনের (যশোর-নড়াইল-ভাঙ্গা হয়ে ঢাকা) খবরে ইতোমধ্যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ীতে রেল অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এ কারণে এই তিনটি ট্রেনের পুরনো রুট পরিবর্তনের পরিকল্পনা থেকে সরে এসেছে রেল বিভাগ। ফলে আপাতত ওই ট্রেনগুলোর বর্তমান রুটেই চলাচল করবে। 
বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, বেনাপোল থেকে ঢাকায় যাতায়াতের জন্য রূপসী বাংলা এক্সপ্রেস নামে নতুন একটি ট্রেন চলাচলের সিডিউল পাওয়া গেছে। সিডিউল অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর থেকে ট্রেনটি চলাচল করার কথা। একই দিনে খুলনা থেকে এই ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে খুলনা-ঢাকায় চলাচল করবে।
যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে একটি নতুন ট্রেন চলাচলের সিডিউলের খবর পেয়েছেন।

×