ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

এস এ পরিবহন কাভার্ড ভ্যান থেকে ৪০ লক্ষ টাকার ভারতীয় কাপড়, প্রসাধনী সামগ্রী আটক 

নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট

প্রকাশিত: ২২:০৩, ১৯ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২২:০৩, ১৯ ডিসেম্বর ২০২৪

এস এ পরিবহন কাভার্ড ভ্যান থেকে ৪০ লক্ষ টাকার ভারতীয় কাপড়, প্রসাধনী সামগ্রী আটক 

লালমনিরহাটে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে ৪০ লক্ষ  টাকার ভারতীয় শাড়ী, থ্রীপিচ, প্যান্ট পিস ও প্রসাধনী সামগ্রী আটক করেছে বিজিবি।

বৃহষ্পতিবার রাত সাড়ে ৯টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত বুধবার লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ কুলাঘাট বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল ভর্তি এস এ পরিবহন এর একটি কার্গো ট্রাক কুড়িগ্রাম হতে লালমনিরহাট হয়ে ঢাকায় গমন করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল উক্ত কার্গো ট্রাকটি বড়বাড়ীতে আটক করে। পরবর্তীতে উক্ত কার্গো ট্রাক তল্লাশী করে ৪০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রীপিচ, প্যান্ট পিস ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। উক্ত ভারতীয় অবৈধ মালামাল কাস্টমসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়। এসময় কার্গো ট্রাকটির চালক, হেল্পার ও এস এ পরিবহনের কর্মকর্তাদের মুচলেকা নিয়ে এস এ পরিবহন কর্মকর্তাদের জিম্বায় দিয়ে দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি উক্ত ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে সকল ধরণের চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

রাজু

×