ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে নদী থেকে মাটি কাটার দায়ে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর (ভেকু) জব্দ করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উপজেলার সানোড়া ইউনিয়নের চন্দখালী গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা গা ডাকা দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক জানান,নদীর চরের মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু জব্দ করা হয়েছে, কোন ব্যাক্তিকে উপস্থিত না পাওয়ায় জেল বা জরিমানা করা সম্ভব হয়নি।অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে তাদের এ মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
রাজু