ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কিশোরকে ফেরত দিলো বিএসএফ

প্রকাশিত: ১৯:০২, ১৯ ডিসেম্বর ২০২৪

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কিশোরকে ফেরত দিলো বিএসএফ

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের সেনপাড়া সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কিশোর আবু রায়হান ওয়াসিমকে (১৫) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বিজিবি ও বিএসএফের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই কিশোরকে ফেরত দেওয়া হয়। পরে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এর জিরো লাইনে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে ৪৬ ব্যাটালিয়নের ভাটপাড়া কোম্পানি কমান্ড্যান্ট সুখদেব সিং ও বিজিবির পক্ষে পঞ্চগড়ে ভিতরগড় ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার দারাজ উদ্দিন নেতৃত্ব দেন।

 

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় উপজেলার সদরের সেনপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ সময় বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। 

বিজিবির টোকাপাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানান, বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর কিশোরকে ফেরত দেওয়া হয়। তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আটক কিশোরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে তোলা হবে বলে জানান সদর থানা পুলিশের ওসি মাসুদ পারভেজ।

 

তাবিব

×