রাসিকের প্রধান নির্বাহীর কাছে ফোনেচাঁদা চেয়ে হুমকি, একজন গ্রেফতার
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ অভিযোগে নগরীর ছোটবনগ্রাম এলাকার শহিদুল ইসলাম টুটুল (৪৩) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
তাকে গ্রেফতারের আগেই শুধু মোবাইল নম্বর উল্লেখ করে বুধবার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করেন রাসিকের সিইও ড. এবিএম শরীফ উদ্দিন। এজাহারে তিনি উল্লেখ করেন, গত সোমবার (১৬ ডিসেম্বর) ওই ব্যক্তি তাকে ফোন করে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী পরিচয় দেন। এরপর তিনি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ফোন করা ব্যক্তি ড. শরীফ উদ্দিনকে বলেন- রাতেই টাকা দিতে হবে। কোন রকম চালাকি করলে বাড়ি-গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হবে। ড. শরীফ উদ্দিনের অবস্থান এবং চলাফেরা সব সময় নজরদারি করা হচ্ছে বলেও হুমকি দেওয়া হয়। এত টাকা কারও কাছে নগদ থাকে না জানালে ফোন করা ওই ব্যক্তি বলেন, কিছু কম দিলেও হবে। টাকা যেন বাড়ির দারোয়ানের কাছে রাখা হয়। রাতে তার লোক গিয়ে নগদ টাকা নিয়ে আসবে।
রাজশাহী নগর ডিবি পুলিশ জানিয়েছে, চন্দ্রিমা থানায় মামলা দায়েরের পরই তথ্য-প্রযুক্তির সাহায্যে শহিদুল ইসলাম টুটুলকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। শহিদুল পেশায় গাড়িচালক। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নগরীর চন্দ্রিমা থানার ওসি মতিয়ার রহমান বলেন, মামলা দায়েরের পরই ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে। আসামিও গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
জাফরান