চাঁপাইনবাবগঞ্জে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ছুরিকাঘাতে দুই যুবক নিহত, আহত ৪
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ছুরিকাঘাতে দুই তরুণ নিহত হয়েছেন এবং আরও চারজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে মল্লিকপুর বাজারে।
নিহতদের পরিচয় জানা গেছে। তারা হলেন ফতেপুর ইউনিয়নের এজাবুল হকের ছেলে মাসুদ রানা (২২) এবং আবদুর রহিমের ছেলে রায়হান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে একটি প্রস্রাব করার ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এই বিরোধের জেরে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ছুরিকাঘাতে মাসুদ রানা ও রায়হান ঘটনাস্থলেই নিহত হন। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
জাফরান