ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১

নীলফামারীতে গাছের ডাল কাটতে গিয়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার,নীলফামারী।

প্রকাশিত: ১৩:০৬, ১৯ ডিসেম্বর ২০২৪

নীলফামারীতে গাছের ডাল কাটতে গিয়ে যুবক নিহত

ছবি: প্রতিকী

নীলফামারী জেলার তিস্তা নদী বিধৌত ডিমলা উপজেলায় কাঁঠাল গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে নিচে পড়ে মতিউর রহমান (৩২) নামে এক যুবক প্রাণ হারিয়েছে। 
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)  সকালে  উপজেলার ঝুনাগাছচাঁপানী ইউনিয়নের  উত্তর ঝুনাগাছ আশ্রয়ন গ্রামের পাশে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবক এলাকার হাঁসমুরগী খুচরা ব্যবসায়ী ও ওই গ্রামের তবিবর রহমানের ছেলে এবং দুই সন্তানের জনক।ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে  কাঁঠাল গাছের ডাল কাটতে গাছে ওঠেন মতিউর।  এ সময় কাঁঠাল গাছের ডাল কেটে নামার সময় পা পিছলে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিমলা থানা সুত্র মতে পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
 

সাইদুর

×