ছবি: সংগৃহীত
রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলন
দেশের সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য তুলে ধরতে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করবে গণতন্ত্র মঞ্চ। ২২ তোপখানা রোড়ে শিশুকল্যাণ ভবনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
পিলখানা হত্যাকাণ্ড
দুপুর ১টার দিকে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগ দায়ের করবে শহীদ সেনা পরিবারবর্গ।
প্রতিবাদ সমাবেশ
গুপ্তহত্যার প্রতিবাদে বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ টিএসসি রাজু ভাস্কর্যের সামনে একটি প্রতিবাদ সমাবেশ হবে।
ইনকিলাব মঞ্চ
দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তাবিব