ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

যদি সরকার আমার কথা শুনে, আমি বার বার যাব: ড. এনায়েতুল্লাহ আব্বাসী

প্রকাশিত: ০১:১১, ১৯ ডিসেম্বর ২০২৪

যদি সরকার আমার কথা শুনে, আমি বার বার যাব: ড. এনায়েতুল্লাহ আব্বাসী

ছবি: সংগৃহীত

ইসলামী বক্তা ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, "সরকার আমাকে ডাকলে আমি একটু দূরেই থাকি। কারণ আমার একটি দর্শন আছে। যদি নিশ্চিত হই সরকার আমার কথা শুনবে, তাহলে ৭০ বার তাদের দরজায় যাব। কিন্তু যদি আমার কথা না শুনে ট্যাগ লাগিয়ে দেয়, তাহলে দূর থেকে পরামর্শ দেওয়াই উত্তম।"

মৌলভীবাজারে এক ওয়াজ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ড. আব্বাসী উল্লেখ করেন, তিনি সরকারকে তিনটি নীতি বাস্তবায়নের পরামর্শ দিয়েছিলেন।

তিনি বলেন, "আমি বলেছিলাম, লালমনিরহাটে একটি এয়ারবেস তৈরি করুন। তারা (ভারত) আমাদের দিকে হাত বাড়ালে চিকেন-নেক কেটে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া সম্ভব। এছাড়া চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করার পরামর্শ দিয়েছিলাম—শত্রুর শত্রুকে বন্ধু বানান। ভারতের নিম্নমানের আলু-পেঁয়াজ আমাদের প্রয়োজন নেই। অন্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করুন। আমার দেশের রোগীদের চিকিৎসার জন্য ভারতে যাওয়া বন্ধ করুন। তাদের ডাক্তাররা ১০% ছাড় দিয়ে ট্রিটমেন্টের অফার দিলেও তা গ্রহণ করার প্রয়োজন নেই।"

তিনি আরও বলেন, "গত ১৬ বছর ধরে অনেক মৌলভী জালেমদের পক্ষ নিয়েছে। সেই মৌলভীরা এখন কোথায়?"

ড. আব্বাসী তার বক্তব্যে দেশীয় সমস্যার সমাধানে দূরদর্শী নীতি ও জাতীয় স্বার্থরক্ষার গুরুত্ব তুলে ধরেন।

এম.কে.

×