ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

খুলনা নগরীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:১৫, ১৮ ডিসেম্বর ২০২৪

খুলনা নগরীতে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

ছবি: প্রতিনিধি

খুলনা নগরীর হাজী মহসিন রোডে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ সোহেল (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল খুলনা নগরীর সদর থানাধীন বাবুখান রোডের দ্বিতীয় গলির বাসিন্দা মোঃ খালেক এর ছেলে। সোহেল একজন রাজমিস্ত্রি।

প্রত্যক্ষদর্শীরা জানায় হাজী মহসিন রোড এর আরজেন আলী লিলেনের সামনে একটি দোকানে সোহেল এবং অপর এক ব্যক্তির সাথে বাঘ বিতান্ডার একপর্যায়ে হাতাহাতি হয় । পরে সোহেল দৌড় দিলে তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তার পিঠের ডানপাশে গুলি লাগে পেটের বাম সাইড থেকে বের হয়ে যায়।

পরে পুলিশ এসে সোহেলকে উদ্ধার করে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সোহেলের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাজাপুরে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল গিয়াস বলেন, গুলিতে সোহেল নামের এক যুবক মারা গেছে। মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। জড়িতদের ধরতে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

এম.কে.

×