একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
হাটহাজারীর আজিমের ঘাট এলাকায় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে বুধবার সকালে ভাসমান অবস্থায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ৪৩ তম ডলফিনের মৃত্যু হলো। মৃত ডলফিনটি আজিমের ঘাটে এলাকায় নদীতে ভাসতে দেখে স্থানীয়রা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে ডলফিনটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এটির ওজন প্রায় ১৩ কেজি এবং দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি।
এখানে উল্লেখ্য যে, এটি তরুণ বয়সের ডলফিন এবং ২০২৪ সালের মধ্যে চতুর্থ মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত ডলফিনটি পচে যাওয়ায় মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। পরবর্তীতে রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের উপস্থিতিতে মাটি চাপা দেওয়া হয়।
রিয়াদ