ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

চুরির অপবাদে শিকলবন্দি এতিম কিশোর তিনদিন পর উদ্ধার

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২১:১২, ১৮ ডিসেম্বর ২০২৪

চুরির অপবাদে শিকলবন্দি এতিম কিশোর তিনদিন পর উদ্ধার

মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ঘোড়া চুরির অভিযোগে তিনদিন ধরে শিকলবন্দি এক কিশোরকে উদ্ধার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিবির পরিদর্শক সগীর হোসেন জানান, মঙ্গলবার রাতে মহানগরীর রসুলপুর চরে অভিযানে গিয়ে ওই কিশোরকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিতৃ-মাতৃহীন ওই কিশোর নগরীর কলাপট্টি এলাকায় বসবাস করে আসছিল।
পরিদর্শক সগীর হোসেন আরও জানান, মাদক উদ্ধারের অভিযানে গিয়ে চরের বাসিন্দা মাসুদ সরদারের ঘরে পায়ে শিকল দিয়ে তালাবন্দি অবস্থায় ওই কিশোরকে তারা দেখতে পান। ওই সময় তার কাছ থেকে জানতে পারেন, মাসুদ সরদারের একটি ঘোড়া ছিল। ওই ঘোড়া চুরি হয়েছে। তাই ঘোড়া চুরির অপবাদ দিয়ে গত তিনদিন আগে তাকে ধরে এনে শিকলবন্দি করে ঘরে আটকে রাখা হয়েছে। এ সময় মাসুদ সরদারকে পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের মামা মো. জনি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মোহাম্মদ আলী

×