ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

গাইবান্ধায় বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল বালক!

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা

প্রকাশিত: ২১:০৮, ১৮ ডিসেম্বর ২০২৪

গাইবান্ধায় বালিকা বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল বালক!

মোস্তাফিজুর রহমান

গাইবান্ধাসহ সারাদেশে ২০২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে অনলাইন লটারির ফল প্রকাশ করা হয়েছে। এতে গাইবান্ধার একটি বালিকা বিদ্যালয়ে ভর্তির ‘সুযোগ’ পেয়েছে এক বালক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।   মঙ্গলবার বিকেল ৪টার দিকে ফল প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে।  প্রকাশিত ফলাফলের তালিকায় দেখা গেছে, বিদ্যালয়টির ষষ্ঠ শ্রেণির মর্নিং শিফটের ৩০ নম্বর তালিকায় নাম এসেছে এক বালকের। তার নাম মোস্তাফিজুর রহমান।
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তালিকায় ছেলের নাম দেখে অন্যদের মতো আমিও অবাক হয়েছি। এটা কীভাবে হলো বুঝতে পারছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) একেএম হেদায়েতুল ইসলাম বলেন, বিষয়টি জানি না। ভুলক্রমে এমনটা হতে পারে। সে ক্ষেত্রে তার ভর্তি বাতিল হবে।

মোহাম্মদ আলী

×