আহবায়ক বিল্লাল, সদস্য সচিব ফয়সাল
নান্দাইল উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে নান্দাইল রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ করেছে। বুধবার দুপুরে নান্দাইল পৌর সদরের নতুন বাজারে অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতিক্রমে সংগঠনটির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক করা হয়েছে দৈনিক দেশের খবর পত্রিকার নান্দাইল প্রতিনিধি বিল্লাল হোসেনকে এবং সদস্য সচিব করা হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকার নান্দাইলের নিজস্ব সংবাদদাতা মজিবুর রহমান ফয়সালকে।
কমিটিতে অন্যানরা হলেন, যুগ্ম আহবায়ক দৈনিক আজকালের খবরের প্রতিনিধি সারোয়ার জাহান রাজীব, যুগ্ম আহবায়ক দৈনিক যায়যায়দিনের হুমায়ুন কবির ভুইয়া, যুগ্ম আহবায়ক দৈনিক ভোরের ডাকের আল আমিন সরকারকে। সম্মানিত সদস্য করা হয়েছে দৈনিক দিনকাল প্রতিনিধি এবিসিদ্দিক খসরু, দৈনিক আজকের খবরের প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, দৈনিক ভোরের আকাশের একে রমিজ উদ্দিন আহম্মেদ, দৈনিক মানবকণ্ঠের মঞ্জুরুল হক, দৈনিক আজকের পত্রিকার আর জে মিন্টু, দৈনিক নয়া দিগন্তের ফজলে আরাফাত হৃদয়কে।
কমিটিতে দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি এনামুল হক বাবুল, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি হান্নান মাহমুদ এবং কালের কণ্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজিকে সম্মানিত উপদেষ্টা মনোনীত করা হয়েছে। এই তিন উপদেষ্টার তত্ত্বাবধানে আগামী তিন মাসের মধ্যে নান্দাইল রিপোর্টার্স ইউনিটির পুর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোহাম্মদ আলী