জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা
চট্টগ্রামে অভিবাসন প্রত্যাশী হিসেবে চলতি বছরে সর্বমোট ৬১ হাজার ২৪৯জন কর্মী নিবন্ধিত হয়েছেন। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কেন্দ্রীয় ডাটা ব্যাংক তাদের নাম নিবন্ধন এবং ফিঙ্গার প্রিন্ট গ্রহণ করেছে। বুধবার নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।
সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, রেমিটেন্স দেশের অর্থনীতির অন্যতম মেরুদন্ড। প্রবাসী কর্তৃক প্রেরিত রেমিটেন্স দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের একমাত্র খাত। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিন দিন দেশের অর্থনীতিকে অধিকতর শক্তিশালী করছে। তাই দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। কোনো এলাকায় একজন প্রবাসী থাকলে তিনি এলাকার যুবক ছেলেদেরকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেন। এতে দেশের বেকার সমস্যা যেমন সমাধান হয় তেমনি অর্থনীতি হয় আরো শক্তিশালী। প্রবাসীরা যেরূপ তাদের কষ্টার্জিত রেমিটেন্স দেশে পাঠিয়ে এই দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেরূপ সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাই প্রবাসীদের বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া উচিত। দেশে ও বিদেশে কোন প্রবাসী যাতে কোনরকম হয়রানির শিকার না হন, তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায় সে ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা বলেন, প্রবাসী বল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে বর্তমানে বাংলাদেশ থেকে ১৬৮টি দেশে বৈধভাবে কর্মী প্রেরণ করা হচ্ছে। বর্তমানে বিশে^ ১ কোটি ৩০ লাখের অধিক বাংলাদেশী অভিবাসী কর্মী কর্মরত আছেন এবং তাদের প্রেরিত রেমিটেন্স আমাদের জিডিপির প্রায় ১২ শতাংশ। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস হতে পহেলা জানুয়ারি ২০২৪ হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সর্বমোট ৬১ হাজার ২৪৯ জন অভিবাসন প্রত্যাশী কর্মীর নাম কেন্দ্রীয় ডাটা ব্যাংকে নিবন্ধন এবং ফিঙ্গার প্রিন্ট গ্রহণ করা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম জেলায় বিকেটিটিসি, মহিলা টিটিসি, টিটিসি রাউজান ও সন্দ্বীপ অভিবাস প্রত্যাশী কর্মীদের প্রাক-বর্হিগমন প্রশিক্ষণ প্রদান করে থাকেন।
অনুষ্ঠানে প্রবাসী পরিবারের মেধাবী সন্তান, মৃত প্রবাসী পরিবার, প্রতিবন্ধী, সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী পরিবারের সদস্যদের চেক প্রদান করা হয়। এছাড়াও এ উপলক্ষে আগ্রাবাদের জনশক্তি ও কর্মসংস্থান অফিসে দিনব্যাপী জব ফেয়ার এর আয়োজন করা হয়েছে।
আলোচনা সভার শুরুতে সার্কিট হাউস চত্বরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষনবিশি প্রশিক্ষণ দপ্তর, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওয়েল ফেয়ার সেন্টার, প্রবাসী কল্যাণ ডেস্কের প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন।
ইসরাত