ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

গার্মেন্টস কক্ষে নারীর ঝুলন্ত লাশ!

প্রকাশিত: ১৭:৩১, ১৮ ডিসেম্বর ২০২৪

গার্মেন্টস কক্ষে নারীর ঝুলন্ত লাশ!

ছবি সংগৃহীত

রাজধানীর মালিবাগ ডিআইটি রোডের একটি পোশাক কারখানা থেকে শিউলী আক্তার (৩৮) নামে এক নারীর ঝুলন্ত  মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মালিবাগ ডিআইটি রোডের মিঞা গার্মেন্টেসের চারতলা থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত শিউলীর ভাই আব্দুর রাজ্জাক জানান, তাদের বাড়ি মাদারীপুরের শিবচড় উপজেলার বাংলাবাজার গ্রামে। বর্তমানে স্বামী ইকবাল হোসেন ও দুই সন্তান নিয়ে খিলগাঁও বউবাজার এলাকায় থাকতেন শিউলি। ডিআইটি রোডের মিঞা গার্মেন্টের ২য় তলায় একটি গার্মেন্টে ট্রেইনিং সেন্টার আছে তার। সেখানে তার পার্টনার ছিল তুহিন। গত রাতে পুলিশের মাধ্যমে জানতে পারি শিউলী চারতলায় গার্মেন্টের অফিস কক্ষে ফাঁস দিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, শিউলীর চারতলায় গার্মেন্টসে যাওয়ার কথা না। পার্টনার তুহিনের সাথে শিউলীর টাকা নিয়ে দ্বন্দ্ব ছিল। তুহিন তাকে গার্মেন্টসের অফিসে নিয়ে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

এদিকে, রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে মালিবাগ ডিআইটি রোডের মিঞা গার্মেন্টের চারতলার অফিস কক্ষ থেকে শিউলীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় সে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে মরদেহ ঢাকা মেডিকেলে ময়নতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরো জানান, তুহিন নামে এক লোকের সাথে পার্টনারে ব্যবসা করত। তাদের দুজনের মধ্যে পরকিয়া প্রেমের সম্পর্ক ছিল। শিউলীর স্বামীর সাথে ভালো সম্পর্ক ছিল না। তবে শিউলীর পরিবার থেকে একটা অভিযোগ পেয়েছি। আত্মহত্যার প্ররোচনায় মামলার প্রস্তুতি চলছে।

ইসরাত

×