ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

প্রেমিকার কম্বল নিয়ে পালালো প্রেমিক

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৬:১৩, ১৮ ডিসেম্বর ২০২৪

প্রেমিকার কম্বল নিয়ে পালালো প্রেমিক

প্রেমিকার কম্বল নিয়ে পালালো প্রেমিক

বিদেশ ফেরত এক নারীর বিশ্বাসের সুযোগ নিয়ে তার লাগেজভর্তি মালামাল নিয়ে পালানোর ঘটনায় সাদ্দাম হোসেন (২৮) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ।

পুলিশ সূত্রে জানা যায়, সাদ্দাম বিদেশ ফেরত নারীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে ওই নারী তার উপর ভরসা করে বিমানবন্দর থেকে মালামাল নেওয়ার দায়িত্ব দেন। তবে মালামাল নিয়ে তিনি আর ফিরেননি। প্রতারণার শিকার নারী বিষয়টি পুলিশকে জানালে তদন্তে নেমে পাহাড়তলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছে থেকে কম্বল, ৪টি ঘড়ি, সাবান, শ্যাম্পু, পারফিউম, মোবাইল এবং লাগেজসহ ২০ ধরনের মালামাল উদ্ধার করা হয়েছে।’

জাফরান

×