ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যেকারণে এক যুগ পর দেশে আসবেন !

প্রকাশিত: ১২:৩৪, ১৮ ডিসেম্বর ২০২৪

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যেকারণে এক যুগ পর দেশে আসবেন !

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আগামী ২৬ ডিসেম্বর দেশে আসবেন। দীর্ঘ প্রায় এক যুগ পর তিনি দেশে ফিরছেন, এমনটি নিশ্চিত করেছেন তার চেম্বারের জুনিয়র কাউন্সেল ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু। তিনি জানান, "সব কিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর সকালে সুপ্রিম কোর্টের সুনামধন্য আইনজীবী, আমাদের সিনিয়র দেশে আসছেন, ইনশাআল্লাহ।" 

শেখ হাসিনার শাসনামলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে শুরু থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। একই বছরের ১৭ ডিসেম্বর ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইংল্যান্ডে চলে যান। এক পর্যায়ে তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন। পরে তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা হন।এরপর গত সেপ্টেম্বরে এবি পার্টি থেকে পদত্যাগ করেন দলটির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশে ফিরে সুপ্রিম কোর্টে নিয়মিত আইনপেশায় যুক্ত হবেন। তার দুই ছেলে, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী এবং ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী ইতোমধ্যে সুপ্রিম কোর্টে আইনপেশা পরিচালনা করছেন।

জাফরান

×