ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬:৫৪, ১৮ ডিসেম্বর ২০২৪

ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় পরিত্যক্ত একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ধামরাই থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিক তথ্যে জানা যায়, জয়পুরা এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি ডোবার কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দা রমজান আলী। তিনি এলাকাবাসীকে বিষয়টি জানান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রাত দশটা পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

ধামরাই থানার তদন্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, জয়পুরা এলাকার আলাদিনস জেনারেল হাসপাতালের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

এম.কে.

×