ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কিশোরদের মধ্যে সংঘর্ষের জেরে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটে মল্লিকপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামের মৃত এজাবুলের ছেলে মাসুদ (১৬) এবং চাঁদপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে রায়হান (১৩)।
নিহতদের পরিবার জানিয়েছে, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা তারা জানেন না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েও তাদের মৃত অবস্থায় পেয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহাদ আকিদ রেহমান জানিয়েছেন, আহত চারজনের মধ্যে সুমন, আরমান, রজব ও ইমনকে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুই কিশোরের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও বলেন, আহত কিশোর সুমনের ভাষ্যমতে, মদ খাইয়ে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠানে দুই কিশোর দলের বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয়দের হস্তক্ষেপে ঘটনাস্থলে সংঘর্ষ থেমে গেলেও বাইরে গিয়ে তাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ ঘটে।
ঘটনার পর থেকে জড়িতদের আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলেও প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এম.কে.