ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

প্রকাশিত: ০৪:০৬, ১৮ ডিসেম্বর ২০২৪

মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পুলিশের অভিযানে মো. দেলোয়ার হোসেন সিকদার (৬১) নামে আওয়ামী লীগের একজন সাবেক ওয়ার্ড সভাপতি আটক হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আউটশাহী ইউনিয়নের ভোরন্ডা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ভোরন্ডা গ্রামের মৃত আব্দুল করিম সিকদারের ছেলে এবং ওই ইউনিয়নের আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি।

দেলোয়ার সিকদারের পরিবার অভিযোগ করেছে, একটি মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। তবে এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিদুল ইসলাম জানান, মুন্সীগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে আটক করা হয়েছে এবং পরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সঠিক তথ্য জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এম.কে.

×