ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছাত্রলীগ নেতা আখ্যা দিয়ে ববি শিক্ষার্থীকে মারধর : দুইজন আটক

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০০:০৫, ১৮ ডিসেম্বর ২০২৪

ছাত্রলীগ নেতা আখ্যা দিয়ে ববি শিক্ষার্থীকে মারধর : দুইজন আটক

সেনাবাহীনী এসে আটককৃতদের নিয়ে যায়।

ছাত্রলীগ নেতা আখ্যা দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রূপাতলী এলাকায় বসে মারধর করেছে সিএনজি ও মাহিন্দ্রা চালকরা। 

মারধরে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম আহত হন। 

শিক্ষার্থী আহত হওয়ার খবর বিশ্ববিদ্যালের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা নগরীর রূপাতলী এলাকায় বিকেলে জড়ো হয়। 

এসময় একজন মাহিন্দ্রা চালক ও একজন সিএনজি চালককে আটক করে সাধারণ শিক্ষার্থীরা। পরে সেনাবাহীনী এসে আটককৃতদের নিয়ে যায়। এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তারের দাবি করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দিবাগত রাতে আহত শিক্ষার্থী রায়হান ইসলাম জানান, মোটরসাইকেলযোগে সে রূপাতলী এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। এসময় এক সিএনজিচালক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এ নিয়ে সে এর প্রতিবাদ করে। এ সময় রূপাতলীতে শ্রমিকদের মিছিল হচ্ছিল। ওই সিএনজি চালক শ্রমিকদের ডেকে আনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরেও শ্রমিকরা তাকে বেধম মারধর করেছে।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা গেছে, হামলার পূর্বে বয়োস্ক ওই সিএনজি চালক দাবি করেছিলেন তাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান প্রথমে থাপ্পর দিয়েছে। এ সময় তার চিৎকারে স্থানীয় শ্রমিকরা এগিয়ে এসে ওই ছাত্রকে ছাত্রলীগ নেতা আখ্যা দিয়ে বেধম মারধর করেছেন।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম রফিকুল ইসলাম বলেন, যত দ্রুত সম্ভব এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের সবধরনের সহযোগিতা করা হবে।

রিয়াদ

×