ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঠাকুরগাঁও

হাসপাতালের লিফট অকেজো, রোগী নিয়ে ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ০০:০৩, ১৮ ডিসেম্বর ২০২৪

হাসপাতালের লিফট অকেজো, রোগী নিয়ে ভোগান্তি

লিফট দীর্ঘদিন অকেজো থাকায় রোগী ওঠানামা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সাততলা ভবনের একটি লিফট দীর্ঘদিন থেকে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এর ফলে ভবনে ওঠানামা করতে চরম ভোগান্তি  পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে অকেজো লিফটটি সচল করার কথা বললেও তার কাজ হচ্ছে না। জানা যায়, একশ’ শয্যার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শয্যাসংখ্যা ১৫০  থেকে বাড়িয়ে ২০২০ সালে এর নামকরণ করা হয় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। ২৫০ শয্যার জন্য সাততলাবিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয় এবং এই ভবনের ওঠানামার জন্য দুটি লিফট দেওয়া হয়। ভবনটির সার্বিক তদারকি করেন ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ।
মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়,  হাসপাতালের সাততলা ভবনে ওঠানামার জন্য দুটি লিফট রয়েছে। এর মধ্যে একটি লিফট অকেজো হয়ে পড়ায় তালাবদ্ধ করে রাখা হয়েছে। এর ফলে লোকজন লিফট না পয়ে রোগী নিয়ে সিঁড়ি বেয়ে সাততলা ভবনের বিভিন্ন তলায় যাতায়াত করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সদরের নারগুণ এলাকার আবুদর রাজ্জাক বলেন, ‘দীর্ঘদিন থেকে সাততলা ভবনের একটি লিফট অকেজো পড়ে রয়েছে। একটি লিফট সচল থাকলেও তাতে যাওয়ার সুযোগ  নেই।

হাসপাতালের লিফট অপারেটর জাগ্রত চন্দ্র রায় বলেন, দুটির লিফটের মধ্যে কয়েকদিন ধরে একটি অকেজো অবস্থায় রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।  রোগী ও স্বজনদের  ভোগান্তির কথা স্বীকার করে হাসপাতালের আবাসিক  মেডিক্যাল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, হাসপাতালের লিফটগুলো ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ তদারকি করে। সমস্যা সমাধানের জন্য গণপূর্ত বিভাগের সঙ্গে  যোগাযোগ করা হয়েছে।

কয়েকদিনের মধ্যেই লিফটগুলো  মেরামত করে সচল করা হবে। এ বিষয়ে ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী  তৌহিদুজ্জামান বলেন, হাসপাতালের লিফটির যন্ত্রাংশ নষ্ট হয়েছে, যা ঠাকুরগাঁওয়ে পাওয়া যাচ্ছে না। আমরা ঢাকা   থেকে  সেই যন্ত্রাংশটি আনার জন্য  যোগাযোগ করছি।

হুমায়ুন কবির

×